হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার উদ্বোধন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় এ বুক কর্নার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দর খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (এনআরএম) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবুল বাশার, আইটি ম্যানেজার মো. আমিনুল ইসলাম আসিফ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) ইফতেখার আহমেদ ফাগুন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। সার্ক এগ্রিকালচার সেন্টার থেকে প্রকাশিত কৃষি বিষয়ক বিভিন্ন বই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের কৃষি জ্ঞান ও গবেষণার সুযোগ বৃদ্ধি করতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কৃষিক্ষেত্রে উদ্ভাবন, প্রযুক্তি এবং আধুনিক জ্ঞান বিনিময়ের যে সম্ভাবনা সৃষ্টি হয়—এই বুক কর্ণার সেই পথকে আরো সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, সার্কভুক্ত দেশগুলোর কৃষিবিষয়ক প্রকাশনা, গবেষণা প্রতিবেদন এবং নীতি-নির্ধারণমূলক বইসমূহ শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

সার্ক এগ্রিকালচার সেন্টারের কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন পরিচালক ড. মো. হারুনূর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে শিগগিরই সার্ক এগ্রিকালচার সেন্টার ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারষ্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ওসমানীনগরে প্রকাশ্যে এয়ারগান দিয়ে অতিথি পাখি হত্যার অভিযোগ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

অবৈধ অস্ত্র উদ্ধারে নেই তৎপরতা, আতঙ্কে মানুষ

‘সারওয়ারকে ১০ হাজার কোটি দিয়েও কেউ কিনতে পারবে না’

২২ জানুয়ারি তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরু

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সুনামগঞ্জে সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ

আচরণবিধি ভঙ্গের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ