হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ-৩ আসন উন্মুক্ত চান জমিয়ত প্রার্থী তালহা আলম

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

বিএনপির কাছে সুনামগঞ্জ- ৩ আসন উন্মুক্ত চেয়েছেন জমিয়ত প্রার্থী তালহা আলম। শুক্রবার (৭ নভেম্বর) ফেসবুক লাইভে এসে তিনি এ দাবি করেন।

জগন্নাথপুর উপজেলার ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত সৈয়দ তালহা আলম লাইভে যদি বিএনপির সাথে ১২ দলীয় জোটের সমঝোতা হয় তাহলে সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত করে দেওয়ার দাবি করেন।

তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের ঘাঁটি এবং অতীতে জমিয়তের প্রার্থী বিএনপির প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। ২০২২ সালে তিনি বিএনপির সাবেক নির্বাচিত চেয়ারম্যানের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। এ আসনে তার নিজস্ব কর্মী-বাহিনীও রয়েছে।

কিছুদিন আগে, বিএনপি যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর আহমদকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। কয়সর আহমদ দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে ৫ আগস্টের পরে দেশে ফিরেছেন।

তালহা আলম আরও জানান, জগন্নাথপুর-শান্তিগঞ্জের সাধারণ জনগণ তাকেই প্রার্থী হিসেবে চান।

তার মতে, বিএনপি স্বাভাবিকভাবেই শরিক দলগুলোর সবাইকে খুশি করতে পারবে না—সে কারণে তিনি প্রাথমিক মনোনয়নপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তবে সুষ্ঠু নির্বাচন ও জনগণের সুবিধার্থে দল এবং জোটের আনুগত্য স্বীকার করে তিনি সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত চান, যেন তিনি জমিয়ত মুফতি ওয়াক্কাস গ্রুপের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বহিষ্কৃত ৪০ নেতাকে পুনরায় দলে নিয়েছে বিএনপি

‘ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’

হবিগঞ্জে নতুন ডিসি আবু হাসনাত

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর চিকিৎসককে শোকজ

শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী পালিত

ভাসানীর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না

মনোনয়ন বঞ্চিত কামরুলের গাড়িবহরে জনতার ঢল

শ্রীমঙ্গলে নেমে এসেছে শীতের আগমনী বার্তা

আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি ও সম্মাননা প্রদান রোববার