মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য (২২) উপজোর শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান আজিজুল হক দুরুদ। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, ভারতের কৈলাশহর এলাকার ইরানী থানা পুলিশ আমাকে ফোন করে জানান বাংলাদেশের কুলাউড়ার শরীফপুর সীমান্তের দত্তগ্রাম এলাকার প্রদীপ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। তবে এ ব্যাপারে বিজিবির পক্ষ কোনো সংবাদ পাইনি।
এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া বলেন, ঘটনাটি ঘটেছে ভারতের অভ্যান্তরে সীমান্তবর্তী এলাকায়। পুলিশ তদন্ত করবে, আমরা সহায়তা করবো। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।