সিলেট বিভাগের স্থগিত ৫টির মধ্যে আরো চার আসনে মনোনয়ন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে ১৯টি আসনের মধ্যে ১৪ টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এখনও ১টি আসন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) স্থগিত রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে স্থগিত থাকা ৫টির মধ্যে চারটি আসনে নতুন করে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
স্থগিত আসনগুলোর মধ্যে সিলেট-৪ আসনে ( কোম্পানি গঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে এডভোকেট মো. নুরুল ইসলাম এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সদ্য বিএনপিতে যোগ দেয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়েছে।