কর্নেল বিএম তৌহিদ হাসান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) অধিনায়ক বিজিবির কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি) বলেছেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, সরাইল রিজিউনের অধীন ৪টি ব্যাটালিয়ন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনে ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।