হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ‘নিংতম কাং’ টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্নামেন্ট -২০২৫ এর শূভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্নামেন্ট ২০২৫, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

ফেডারেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনীন্দ্র সিংহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিপুরী কাং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের সাধারন সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭ - ৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করে। এবারের নিংতম কাং টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, ‘কাং খেলা’ মণিপুরীদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীন খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ ‘লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মণ্ডপঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। এক-এক দলে সাতজন করে খেলোয়াড় থাকে। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়। অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তাঁরাই বিজয়ী হয়।

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

সিলেটে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে: ফখরুল

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্র

চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব: অলিউল্লাহ নোমান

জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

হাদি গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার