সুনামগঞ্জ-০১ (ধর্মপাশা- মধ্যনগর- জামালগঞ্জ-তাহিরপুর) নির্বাচনি আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আওয়ামী দুঃশাসনে দেশটা ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। ভোটাধিকার ছিলো না। মানুষের কথা বলার অধিকার ছিলো না। গুম, খুনের রাষ্ট্র বানিয়ে ফেলেছিলো। দেশ এখন স্বাধীন। দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে চায়। জনগণ পরিবর্তন চায়। এজন্য মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ধানের শীষের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবেই।
বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হাওরে গত ১৭ বছর কোনো উন্নয়ন হয়নি। শুধু লুটপাট হয়েছে। হাওরে নেই যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্যে পিছিয়ে আছে। ধানের শীষ বিজয়ী হলে হাওরকে নিয়ে পরিকল্পনা করে উন্নয়ন করবো। পর্যটনের অপার সম্ভাবনার এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা, বাণিজ্য সম্প্রসারণে কাজ করবো।
এর আগে তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। ধানের শীষের মনোনয়ন পাওয়ায় ধানের শীষের মনোনয়ন পাওয়ায় সংহতি প্রকাশ করে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমত সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।