হোম > সারা দেশ > সিলেট

মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটকের ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।

রোববার ( ৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে থানা হাজতে নেওয়া হয়। পরে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মাহদী হাসানকে আটকের পর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তাঁরা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান।

এদিকে ওসির সঙ্গে মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন।

আপনি (ওসি) বলেছেন, “আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে? ”একপর্যায়ে মাহদী হাসান বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’

সিলেট-১ আসনে মনোনয়ন বাতিলে ‘বৈষম্য’ হয়েছে

নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করে স্কুলে তালা শিক্ষার্থীর

বাহুবলে নারীকে পুড়িয়ে হত্যা, দুই বছরেও শনাক্ত হয়নি পরিচয়

দুই দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

তারেক রহমান হবিগঞ্জ আসছেন ২২ জানুয়ারি

সিলেটে ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭, আহত ৬১

এমসি কলেজের একটি ব্লক এখন 'শহীদ ওসমান হাদি হল'

শ্রীমঙ্গলে র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার ১১ এয়ারগান

সিলেটে পিআইবির নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন