হোম > সারা দেশ > সিলেট

ওসমানীনগরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তথ্য এখনো অজানা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

ছবি: আমার দেশ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ নিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।

উপজেলায় মোট ৫৪টি ভোটকেন্দ্র থাকলেও এর মধ্যে কয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই স্থানীয় পুলিশ প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরের কাছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতের একাধিক নির্বাচনে ওসমানীনগরের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষ, সহিংসতা, সাংবাদিকের ওপর হামলা, ভোট ডাকাতি ও নানা অনিয়মের অভিযোগ উঠলেও এবারের নির্বাচনের আগে এখনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কোনো প্রাথমিক কিংবা চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়নি। ফলে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাতের কাছে জানতে চাইলে তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পেরে থানার পুলিশের কাছ থেকে জেনে নিতে বলেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক প্রতিবেদন পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে। প্রাথমিকভাবে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেই তালিকা দেওয়ার অনুরোধ জানালে তিনি উপপরিদর্শক (এসআই) বিষ্ণুপদ রায়ের কাছ থেকে সংগ্রহের পরামর্শ দেন।

তবে এসআই বিষ্ণুপদ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, আমার কাছে এ ধরনের কোনো তালিকা নেই।

থানার ওসি তার কাছ থেকে তালিকা সংগ্রহের কথা বলেছেন—এমনটি জানানো হলে তিনি বলেন, তালিকাটি ফাইলআপ করা আছে কি না, দেখে পরে জানাতে পারব।

এই বক্তব্যগুলো থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, আসন্ন নির্বাচন ঘিরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণে পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই।

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব শিগগির ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে।

এদিকে প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত না হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নির্বাচন বিশ্লেষকদের মতে, অবিলম্বে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র শনাক্ত করে সেখানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে।

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে শিবিরের বিক্ষোভ

মৌলভীবাজার- ৪ আসনে ফুটবল প্রতীক পেলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

সিলেটের ৬টি আসনে ৩৩ প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তারেক রহমানের সফর ঘিরে বর্ণিল সাজে সিলেট নগরী

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হবিগঞ্জবাসী

জোট প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন খেলাফত নেতা

এবি পার্টির তালহা আলমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

শ্রীমঙ্গলে বেড়েছে তীব্র শীতের প্রকোপ, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যারা

তারেক রহমানের সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার