হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম দফায় মনোনয়ন ঘোষণার সময় সুনামগঞ্জ- ১ আসনে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হকের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে তাকে দলীয় মনোনয়নের চিঠিও প্রদান করা হয়েছিল।

তবে মনোনয়ন দাখিলের শেষ মুহূর্তে, গত ২৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের নামে পাঠানো হয়।সে সময় দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনে দুজনকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় সুনামগঞ্জ- ১ আসনের সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়—কে পাচ্ছেন দলের চূড়ান্ত মনোনয়ন।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির সিনিয়র নেতৃত্ব কামরুজ্জামান কামরুলকেই সুনামগঞ্জ-১ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি ইতোমধ্যে প্রার্থীর হাতে পৌঁছেছে। ফলে এই আসনের নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়ে কামরুজ্জামান কামরুল বলেন, এই মনোনয়ন আমি সুনামগঞ্জ- ১ আসনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি। তাদের নিরলস ত্যাগ ও সহযোগিতার কারণেই আজ আমি এ মনোনয়ন অর্জন করতে পেরেছি। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সুনামগঞ্জে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শ্রীমঙ্গলে কারখানার কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল শ্রমিকের, দগ্ধ ৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

কাল থেকে কর্মস্থলে ফিরছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

দুই দশক পর আসছেন তারেক রহমান, অপেক্ষায় সিলেটবাসী

মাধবপুরে তারেক রহমানের জনসভা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

‎হবিগঞ্জ-১ আসন: ভোটের সমীকরণে ত্রিমুখী লড়াইয়ের আভাস

ট্রেনের ধাক্কায় হাতি খাদে, চলছে উদ্ধার অভিযান

সিলেটে বিজিবির অভিযানে ২ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে জি কে গউছ