হোম > সারা দেশ > সিলেট

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ও উপজেলা প্রতিনিধি, ছাতক

সুনামগঞ্জ- ৫ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আশা করেছিলাম ২০২৬ সালে ধানের শীষের মনোনয়ন নিয়ে নির্বাচন করবো। কিছুদিন আগে আমাকে প্রাথমিক মনোনয়ন থেকে বাদ দেয়া হয়। আপনারা হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন। আমিও আপনাদের মতো স্তম্ভিত হয়েছি। আপনারা হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়। চূড়ান্ত মনোনয়ন না দেয়া পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ ছাতক-দোয়ারাবাজার মানুষের স্বপ্নপূরণের কথা বিবেচনা করে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করবেন।

রোববার বিকেল ৪টায় ছাতক-দোয়ারাবাজার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মনোনয়ন পুনর্বিবেচনার সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, আমি গত ১৬ বছর শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলন, সংগ্রাম করেছি। ছাতক-দোয়ারাবাজারে কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে কাজ করেছি। আপনাদের কারণেই ছাতক মিজান চৌধুরীর ঘাঁটিতে পরিণত হয়েছে। আপনারা আমার পাশে ছিলেন। পুলিশের হামলা-মামলার ভয় না করে রাজপথের আন্দোলনে সরব ছিলেন।

এরআগে মিজানুর রহমান চৌধুরীর মিজানের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে গণমিছিলে গোবিন্দগঞ্জের রাজপথ উত্তাল হয়ে উঠে। মিছিলে ছাতক-দোয়ারাবাজারের প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে গোবিন্দগঞ্জ পয়েন্টে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী।

মিজান চৌধুরী আরো বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি কৃতজ্ঞ। আমি যখন যে পরিস্থিতিতে আমি ডেকেছি, আপনারা সর্বশক্তি নিয়োগ করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ছাতক-দোয়াবাজারের উন্নয়ন নিয়ে ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলাম। সেই নির্বাচনে পুলিশের হামলা মামলা উপেক্ষা করে আপনারা আমার পাশে ছিলাম। আমিও আপনাদের জন্য আমার জীবন বিলিয়ে দিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

হাসপাতালের অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ইলিয়াসকে খুঁজে বেড়ানো বুধুর স্বপ্ন মাথা গোঁজার ঠাঁই

লতিরাজে আশার আলো ছড়ালেন কৃষক কামাল

পুলিশের অভিযানে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক জিয়াউর রহমান: সৈয়দ ফয়সল

হ্যান্ডকাফসহ পালালো আ.লীগ নেতা, সাঁড়াশি অভিযানে পুলিশ

সুনামগঞ্জে ৬ বছরেও শেষ হয়নি অর্ধশত কোটি টাকার প্রকল্পের কাজ, জনদুর্ভোগ

বিএনপি মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক রূপ নিলো জনসভায়

সিলেটে দ্য গার্ডিয়ানস-ক্যাপ ফাউন্ডেশনে রাজকীয় অতিথি

দ্য গার্ডিয়ানস ক্যাপের প্রকল্প পরিদর্শনে পর্তুগিজের সাবেক রাজপরিবার