বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক বলেছেন, ভাটি অঞ্চলের মানুষ পিআর বুঝে না। পিআর পদ্ধতি নির্বাচন চাওয়া মানে ভোট পিছিয়ে দেয়া। এসব ষড়যন্ত্র করে ভোট পেছানো যাবে না। দেশের মানুষ সনাতন পদ্ধতিতে ভোট চায়। ভোটাধিকার প্রতিষ্ঠায় বাধা দেয়া চলবে না।
শনিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা সংলগ্ন মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া হচ্ছে। এটি বাস্তবায়ন হলে দেশের কল্যাণ হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হবে। কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর হলো ডিজিটাল কারচুপির নির্বাচন।
আনিসুল হক বলেন, পুলিশ আমাদের মিছিলে টিয়ারসেল ছুঁড়তো। গুলি করতো। গত ১৭ বছর নির্যাতিত ছিলাম। ঘরে থাকতে দেয়নি হাসিনার পুলিশবাহিনি। তারেক রহমানকে বিদেশে থাকতে হয়েছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তার দেয়া ৩১ দফা নিয়ে আপনাদের কাছে এসেছি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সায়েম ও মেহেদী হাসান রুখন।
সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা গোলাম রব্বানী আফিন্দি, জুলফিকার চৌধুরী রানা, এমদাদুল হুদা, জুলফিকার আলী ভুট্টো, রাখাব উদ্দিন, এস এম রহমত, আশরাফুল আলম, আবুল হুদাসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।