হোম > সারা দেশ > সিলেট

হাম্মাদ গাজিনগরীকে দলীয় প্রার্থী চায় শান্তিগঞ্জ জমিয়ত

সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে শায়েখ মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীকে দলীয় প্রার্থী চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (২৮ জুন) শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত আসে।

উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

মতবিনিময় সভায় নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রায় ৯৫ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক, আমেরিকা জমিয়তের সাংগঠনিক সম্পাদক, প্রখ্যাত লেখক, গবেষক, সমাজসেবক এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৩ আসনটি ঐতিহ্যগতভাবে জমিয়তের শক্ত ঘাঁটি। স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত মুখ মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর কোনো বিকল্প নেই।

তবে সভায় অংশ নেওয়া দুয়েকজন কর্মী বিকল্প প্রার্থী হিসেবে মাওলানা তামিম আহমদ ও মুফতি আজির উদ্দিনের নামও প্রস্তাব করেন।

হবিগঞ্জে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

সিলেটে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ

সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে: ফখরুল

নভেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু-ছাগলের অবাধ বিচরণক্ষেত্র

চালককে নৃশংসভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব: অলিউল্লাহ নোমান

জামায়াতের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

হাদি গুলিবিদ্ধের ঘটনায় সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার