হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এডভোকেট মোহাম্মদ আব্দুর রব সাংবাদিকদের বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষের জন আকাঙ্ক্ষা ছিলো একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের। জুলাই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে জুলাই বিপ্লবকে ধারণ করে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করেছে। এর অংশ হিসাবে আমরা কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটি এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। মানুষ আমাদের দাঁড়িপাল্লা প্রতীককে ব্যাপক ভাবে গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা আশা করছি ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৮দলীয় জোটের সমঝোতার ভিত্তিতে অতি শিগগিরিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতি-গুরুত্বপূর্ণ এই আসন মৌলভীবাজার-৪ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে, গণ-জোয়ারের পক্ষে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত দেবেন। আর এই সিদ্ধান্তের আলোকে আমরা মাঠে ময়দানে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্‌।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন আসন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসাইন, কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী

জয় নির্ধারণে ফ্যাক্টর হবে সংখ্যালঘুদের ভোটব্যাংক

ইলিয়াসপত্নীর নেতৃত্বে সিলেটের ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েল খানের মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠে বিদ্রোহী হয়ে লড়বেন কামরুল

মৎস্য প্রক্রিয়াজাত কেন্দ্রে বঞ্চনার প্রতিবাদে চাকরিচ্যুত দুই শ্রমিক

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় থাকবেন হবিগঞ্জের ৫০ হাজার নেতাকর্মী

কুলাউড়ায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই? জি কে গউছ