সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত ও রপ্তানিকৃত তৈরি পোশাক এবং বস্ত্রজাত পণ্যের বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সিদ্ধান্তের আলোকে গত বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, নিজস্ব সচল কারখানা রয়েছে এমন প্রতিষ্ঠান বা কোম্পানি সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর উৎপাদনকারী-রপ্তানিকারক নগদ সহায়তা পাবেন। তবে উৎপাদনে জড়িত নয় এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এ সুবিধা পাবে না বলে সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।
প্রণোদনা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘তৈরি পোশাকশিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান (ওয়্যারহাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি, ওয়্যারহাউস পরিচালনা ও কার্যপদ্ধতি) বিধিমালা, ২০২৪’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
খাতসংশ্লিষ্টরা বলেছেন, সরকারের এ পদক্ষেপ ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি আরো সহজ করবে এবং সাব-কন্ট্রাক্ট প্রতিষ্ঠানের বৈধতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।