হোম > বাণিজ্য

টানা চার মাস ধরে রপ্তানি খাতে পতন

অর্থনৈতিক রিপোর্টার

দেশের রপ্তানি খাত টানা চার মাস ধরে পতনের ধারায় রয়েছে। নভেম্বরে রপ্তানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ে ৪ দশমিক ১১ বিলিয়ন ডলার ছিল। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে নভেম্বর মাসের সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তুলনায় সামান্য বেশি। নভেম্বরের দুরবস্থা সত্ত্বেও পাঁচ মাসে রপ্তানি খাতে ১ দশমিক ৭৭ শতাংশের কিছুটা প্রবৃদ্ধি বজায় রয়েছে। রপ্তানি আয় এ সময়ে বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ।

চলতি মাসেও পোশাক খাতই রপ্তানি আয়ের প্রধান হিসেবে রয়ে গেছে। ২০২৫ সালের নভেম্বরে এ খাত থেকে এসেছে ৩ হাজার ১৪০ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। নিটওয়্যার ও ওভেন উভয় পণ্যই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত সামগ্রী, হোম টেক্সটাইলস, ওষুধশিল্প, জাহাজ, চিংড়ি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যও উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। এসব খাত মিলে দেশের রপ্তানি আয় মজবুত করেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪ দশমিক ২০ শতাংশ এবং ৩ দশমিক ০৪ শতাংশ। এছাড়া রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—চীনে ২৩ দশমিক ৮৩ শতাংশ, পোল্যান্ড ১১ দশমিক ৫৭ শতাংশ, সৌদি আরব ১১ দশমিক ৩৪ শতাংশ এবং স্পেন ১০ দশমিক ৪৬ শতাংশ।

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ

আমানতকারীদের ক্ষোভ সত্ত্বেও সিদ্ধান্তে অনড় কেন্দ্রীয় ব্যাংক

বছরের সর্বোচ্চ উত্থানে ডিএসই সূচক ৫ হাজার পয়েন্টে

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণে মতামত না নেওয়ার অভিযোগ

বিদেশি ব্যবস্থাপনায় পানগাঁও কন্টেইনার টার্মিনালের কার্যক্রম শুরু

নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে নিবন্ধনের নির্দেশ

এস আলম থেকে ঘুস নেন সাবেক ডেপুটি গভর্নর মনিরুজ্জামান