সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালামের উপস্থিতিতে উপ-ব্যবস্থপনা পরিচালক এবং সিবিও নূর মোহাম্মদ এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় স্বাস্থসেবায় যমুনা ব্যাংক এর ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)