হোম > অর্থনীতি

হাসিনাসহ ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগ্রুপের বিরুদ্ধে যৌথ অনুসন্ধান চলছে। অনুসন্ধান কাজ এগিয়ে নিতে আন্তর্জাতিক ১২টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার ব্যাংকগুলোর সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। এসময় প্রায় ৩০টির বেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

বৈঠকে শেষে ইসলামী বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন, আমরা আন্তর্জাতিক ল’-ফার্ম ও অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠান (মোট ১২টি) এনগেজ করলে তারা টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারবে।

কিছু ব্যাংক লিড ব্যাংক হিসেবে কাজ করবে। একাধিক ব্যাংক মিলে কনসোর্টিয়াম গঠন করা হবে এবং বাইরের কোম্পানিগুলোর সঙ্গে এগ্রিমেন্ট করা হবে। এরপর দেখা হবে সেই টাকা কীভাবে ডিপোজিট করা সম্ভব।

ওমর ফারুক আরও জানান, স্পেশাল সিআইডি প্রাথমিকভাবে মোট ১১টি স্থানীয় শিল্পগোষ্ঠীর নাম শনাক্ত করেছে। গোপনীয় চুক্তি করে আমরা স্টোলেন অ্যাসেট রিকভারি সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করবো। মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশ থেকে যেগুলো টাকা গিয়েছে সেগুলো রিকভার করা।

এবি ব্যাংকের এমডি মিজানুর রহমান বলেন, 'এ প্রকল্পে কোনো নির্দিষ্ট ব্যাংকের পরামর্শ নেওয়া হয়নি; এটি একটি ‘টোটাল ব্যাংকি' কনসেপ্ট যেখানে বহু ব্যাংককে অন্তর্ভুক্ত করার ভাবনা ছিল। সভায় মোট প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল, যা প্রায় ৩০টি সংস্থার সঙ্গে আলাপচারিতার ইঙ্গিত দেয়।'

পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ ব্যাংক মানি-লন্ডারিং সংক্রান্ত প্রেক্ষাপটে ওই ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে; এসব প্রতিষ্ঠানকে এনডিএ করে ফরেন অ্যাসেট রিকভারি কাজ করতে বলা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নাম ছাড়াও পাচারের সঙ্গে সংশ্লিষ্ট তালিকায় রয়েছেন — সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল, সামিট প্রভৃতি।

এসব গোষ্ঠীর মাধ্যমে পাচার হওয়া অর্থের কিছু অংশ সুবিধাভোগী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছে বলে অভিযোগ আছে বলে জানা যায়।

দেশেই উৎপাদিত হবে বালাইনাশক, রপ্তানির নতুন সম্ভাবনা

দেশে রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন ডলার

ডিএসইতে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

শুভেচ্ছা জানালো বার্জার পেইন্টস

ফের বাড়লো ডলারের দাম

বিশ্বজুড়ে ওষুধের দামে বৈষম্য, তদন্তে নামছে ট্রাম্প প্রশাসন

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী আয়োজন

কারসাজির দায়ে পুঁজিবাজারে নিষিদ্ধ রুবাইয়াত-রিয়াজ

কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতি বিডার যে আহ্বান

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১১ কোটি টাকার অনিয়ম উদঘাটন