হোম > বাণিজ্য

বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল

আমার দেশ অনলাইন

‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের বিপরীতে ইস্যুকৃত ৮ হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদি প্রথম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। মূল সুকুকটির মেয়াদপূর্তি নির্ধারিত ছিল চলতি বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত। যা পুনর্নির্ধারণ করে ২৯ ডিসেম্বর, ২০৩০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন শরীয়াহ এডভাইজরি কমিটির সুপারিশ এবং সরকারের ক্যাশ অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তক্রমে সুকুক ধারকদের স্বার্থ, শরীয়াহ বিধান ও কার্যকারিতা বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শরীয়াহ এডভাইজরি কমিটির সভায় সুকুক বর্ধিত মেয়াদ সংক্রান্ত আনুষঙ্গিক দলিলাদি অনুমোদন করা হয়।

বর্ধিত মেয়াদে ইজারা-ভিত্তিক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার মোট ৩ হাজার ৮০৪ কোটি টাকা বিনিয়োগকারীদের ভাড়া হিসেবে প্রদান করবে। হিসাবায়নের ভিত্তিতে এর বার্ষিক হার দাঁড়ায় ৯.৫১ শতাংশ, যা বর্তমানে কার্যকর হারে ৪.৬৯ শতাংশ। বিনিয়োগকারীরা বর্ধিত মেয়াদেও সুকুক ধারণ করতে পারবেন।

তবে যারা বিনিয়োগ অব্যাহত না রাখতে চান, তারা নির্ধারিত সময়ে নিজ নিজ ব্যাংকের মাধ্যমে স্পেশাল পারপাস ভেহিকেল, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতাধীন ইসলামিক সিকিউরিটিজ সেকশনের কাছে আবেদন দাখিল করে আগামী ২৯ ডিসেম্বরে সুকুক নগদায়ন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২৯ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৪.৬ শতাংশ বৃদ্ধি

সম্মিলিত ইসলামী ব্যাংককে চূড়ান্ত লাইসেন্সের অনুমোদন

বাড়লো জ্বালানি তেলের দাম

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন সাফায়াত আরেফীন

আইএফআইসির খেলাপি ঋণ ১০ থেকে বেড়ে ৬১ শতাংশ

হাসিনাকে ‘১০০ কোটি ঘুষ’: ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

হলমার্কের এমডি তানভীর মাহমুদের হাসপাতালে মৃত্যু

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

আলুকে বিশ্ববাজারে তুলে ধরতে ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে ‘আলু উৎসব’