দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও অনলাইন ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপের মধ্যে ভ্রমণ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার রাজধানীতে ওই চুক্তি স্বাক্ষরিত হয় ।
এই চুক্তির আওতায় ফার্স্টট্রিপ থেকে জিপি স্টার গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়সহ অন্য দারুণ সব ট্রাভেল অফার। যা জিপি স্টার গ্রাহকদের ভ্রমণকে করবে আরও সহজ, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার নাশর আহমেদ ও প্রিমিয়াম চ্যানেল এনগেজমেন্ট ম্যানেজার (পার্টনারশিপ) মুনমুন খান প্রমুখ।