হোম > বাণিজ্য

নিজস্ব সিস্টেমেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবে উৎপাদক প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার

এখন থেকে নিবন্ধিত ভ্যাটদাতা উৎপাদক প্রতিষ্ঠান নিজস্ব ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে। এ জন্য প্রতিষ্ঠানটির ইআরপি সিস্টেমকে জাতীয় রাজস্ব বোর্ডের iVAS (Integreted VAT Administration System) সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করতে হবে। এনবিআরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ভ্যাটদাতাদের ব্যবহৃত ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারে মূসক ৯.১ অর্থাৎ ভ্যাট রিটার্ন প্রস্তুত করার পর পুনরায় জাতীয় রাজস্ব বোর্ডের আইভ্যাস সিস্টেমে এন্ট্রি করে রিটার্নে সব তথ্য এন্ট্রি দিয়ে দাখিল করতে হয় যা সময়সাপেক্ষ এবং এতে সিস্টেমের গতি কমে যায়।

ভ্যাট সফটওয়্যার বা ইআরপি সফটওয়্যারের সাথে আইভ্যাস সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে নতুন করে আইভ্যাস সিস্টেমে প্রবেশ করে ভ্যাট রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। ফলে, শ্রম ও সময় সাশ্রয়সহ রিটার্ন দাখিল ঝামেলামুক্ত হবে। এর ফলে পরিচালন ব্যয় কমবে এবং স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিত হবে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড প্রাথমিকভাবে দুইটি প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ERP সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট রিটার্ন দাখিলের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ERP সফটওয়ারের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের iVAS সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি এক ক্লিকে আইভ্যাস সিস্টেমে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারছেন। এ লক্ষ্যে ভ্যাট আইনে সিস্টেম অটোমেশনের প্রয়োজনীয় বিধান সংযোজন করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব জনবল দিয়ে এই প্রযুক্তিগত কাজ সম্পাদন করা হয়েছে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ