হোম > বাণিজ্য

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট উদ্বোধন

আমার দেশ অনলাইন

রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে বেলুন উড়িয়ে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধনের মুহূর্ত। ছবি : সংগৃহীত

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শনিবার সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রসিডেন্ট মেজর জেনারেল মো. হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এরপর সবাই ফটোশেসনে অংশ নেন।

উদ্বোধনের পর জলসিরি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বলেন, ‘রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানাই। প্রথম থেকেই এই গলফ ক্লাবের উন্নতির সঙ্গে রূপায়ণ জড়িত ছিল। তাই সাধুবাদ জানাই। জলসিরির অন্যান্ন প্রকল্পের সঙ্গেও জড়িত আছে তারা। আশা করি রূপায়নের নির্মাণ মানদণ্ডের ওপর নির্ভর করে জলসিঁড়ির বাকি প্রকল্পও সুন্দর হবে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ আমাদের সঙ্গে থাকবে।’

প্রতিযোগীদের উদ্দেশে মেজর জেনারেল মো. হাসানুজ্জামান বলেন, ‘জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রম ও আকর্ষণীয়। তাই এখানে অনেক গলফার খেলতে আসেন। তারা জলসিঁড়ি গলফ ক্লাবকে পছন্দ করেন।’

রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আমরা প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করলাম আজ। গলফারদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে অনেক সাড়া পাচ্ছি। গলফারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখতে পাচ্ছি, এর কারণ জলসিঁড়ি গলফ ক্লাব। এটা তারা একটু ব্যতিক্রমীভাবে তৈরি করেছেন। পূর্বাচলের এই দিকে গলফের যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, তাতে অংশ নিতে গলফার এবং গলফারদের বাইরেও অনেকে আসছেন। রূপায়ণ গ্রুপ সব সময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে অবদান রেখেছে বাংলাদেশে। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছে রূপায়ণ। আমরা চাইছিলাম জলসিঁড়ির এমন সুন্দর প্রকল্পে স্পন্সর করার মাধ্যমে দেশের এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাক। একটি সোসাইটিকে যে গলফের মাধ্যমেও ডেভলপ করা যায়, সেটি তুলে ধরতে চেয়েছি। আশা করি সামনেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘পূর্বাচল এবং জলসিঁড়ির অবকাঠামো উন্নয়নে এবং তাদের পরিকল্পনার সাথে ভবিষ্যতেও আমরা রূপায়ণ গ্রুপ যুক্ত থাকব। দেশের ভালোর জন্য যেখানে যতটুকু সম্ভব আমরা রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করব।’

উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিইও লে. কর্নেল আরিফ আহমেদ বেলাল (অব.)।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), সিইও ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাউদ্দিন (অব.) এবং ডিরেক্টর (অপারেশন) লেফটেনেন্ট কর্নেল কবিরউদ্দিন আহমেদ (অব.) এ সময় উপস্থিত ছিলেন।

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

প্রভিশনিং সংকটে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস

বেড়েছে সবজির দাম, কমেছে ডিম মুরগি পেঁয়াজের

বেড়েছে সবজির দাম, কমেছে ডিম মুরগি ও পেঁয়াজের

স্বর্ণের দাম আরও কমেছে

টাঙ্গাইলে মাইক্লো বাংলাদেশের আউটলেট উদ্বোধন

কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান-চাল কিনবে সরকার

১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়াল

আরব বিশ্বের আসল স্বাদ নিয়ে শুরু ‘টেস্ট অফ অ্যারাবিয়া’ উৎসব

সীমিত পরিমাণে পেঁয়াজ আমদানির চিন্তা সরকারের