হোম > বাণিজ্য

ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের, কমেছে পেঁয়াজের

স্টাফ রিপোর্টার

বাজারে সরবরাহ কমে কাঁচা মরিচের দাম বেড়েছে। অন্যদিকে বাজারে পেঁয়াজের কমতে শুরু করেছে। তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৭টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়েছে।

এছাড়া দীর্ঘ আট মাস পর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার খবরে দেশের বাজারে দামও কমতে শুরু করেছে।

সপ্তাহখানেক আগেও বাজারে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত। মানভেদে কোথাও কোথাও এর কমেও বিক্রি হয়েছে। তবে গত ৩-৪দিন ধরে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। রোববার বিকালে কারওয়ান বাজারে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে পাড়া-মহল্লার দোকানে ৬০ টাকার নিচে ২৫০ গ্রাম কাঁচা মরিচ মিলছে না।

ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টি ও কিছু এলাকায় হঠাৎ বন্যার ফলে উৎপাদন কমেছে। অনেক এলাকায় মরিচের গাছ নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে মরিচের সরবরাহ কমেছে।

আজ রোববার রাজধানীর কারওয়ানবাজারে খুচরা বাজারে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে। সপ্তাহখানেক আগেও বাজারে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, গত শুক্রবার রাতে কারওয়ান বাজারে কাঁচা মরিচের কোনো ট্রাক আসেনি তাই হঠাৎ শনিবার থেকে দাম বেড়েছে। তবে আগের দিনের তুলনায় রোববার কিছু কমে বিক্রি হচ্ছে বলে জানান তিনি। শনিবার প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা কেজি বিক্রি হলেও আর রোববার তা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কেরানিগঞ্জ মডেল টাউনে নিয়মিত সবজি বিক্রি করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের অনেক এলাকায় টানা বৃষ্টির কারণে ফলন কমেছে। তাই বাজারে সরবরাহ কম। সে জন্য দামও কিছুটা বাড়তি।

বিক্রেতা শাহানা জানান, বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বাড়তি। আড়তদারদের কাছ থেকেই বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই আমাদেরকেও কিছু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

এদিকে দীর্ঘ আট মাস পর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগ

রেঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সূত্র জানায়, এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভারত থেকে প্রথমদফা ৪টি ট্রাক ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনায় নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, আট মাস আগে ভারত সরকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। ওই নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বৃহস্পতিবার ভারত থেকে চারটি ট্রাকে করে ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে এসেছে।

এদিকে ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

রোববার বিকেলে কারওয়ান বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের আমার দেশকে বলেন, আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিবাজারে ৫ কেজিতে কমেছে ৪০ থেকে ৬০ টাকা। আর খুঁচরাবাজারে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে ৭৫ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ আটমাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রাখায় মজুত কমে আসায় পণ্যটির দাম কয়েকদিন থেকে ঊর্ধ্বমুখী প্রণতা লক্ষ্য করা যায়। এতে পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে গত সোমবার ১২ আগস্ট পেঁয়াজ আমদানির ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ