হোম > বাণিজ্য

জ্বালানি সাশ্রয়ী উদ্ভাবন ও টেকসই কার্যক্রমের জন্য পুরষ্কার পেল ইডটকো

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পয়ন অ্যাওয়ার্ডস ২০২৫

আমার দেশ অনলাইন

ডিজিটাল অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো দেশব্যাপী নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার করা করার পাশাপাশি টেলিকম কার্যক্রমে টেকসইতা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ভূষিত হয়েছে।

দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে ইডটকো। সেবা প্লাটফর্মের এর সাথে যৌথ উদ্যোগে ‘পাওয়ার জিনি’ পদক্ষেপ এর জন্য দি মোস্ট এনার্জি ইফিসিয়েন্ট ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ ক্যাটাগরি এবং এসডিজি ১২ রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রডাকশন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে কোম্পানিটি। অন্যদিকে ‘দি মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশনস কোম্পানি’ হিসেবে বিশেষ প্রশংসার স্বীকৃতিও পেয়েছে ইডটকো।

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের অধীনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে খাত বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ও ব্র্যান্ড বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে ইডটকো বাংলাদেশের টেকসই উদ্ভাবনী কার্যক্রমকে স্বীকৃতি জানান।

প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইডটকো বাংলাদে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক। তিনি বলেন, “টেকসই উন্নয়নকে শুধু দায়িত্ব নয় বরং কাজের মূলভিত্তি হিসেবে বিবেচনা করে ইডটকো বাংলাদেশ। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী টেলিকম অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে জ্বালানি ব্যবহারে দক্ষতা নিশ্চিত—সবক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটি সবুজ ও আরও স্থিতিস্থাপক ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা । এই স্বীকৃতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করার পাশাপাশি সমাজ ও পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ