হোম > বাণিজ্য

টানা চার মাস রপ্তানি আয়ে পতন

সোহেল রহমান

ফাইল ছবি

দেশের অর্থনীতির চলমান ধীরগতির মধ্যে কিছুটা ইতিবাচক ছিল রপ্তানি প্রবৃদ্ধি। তবে ২০২৫-২৬ অর্থবছরে এসে পতনের ধারায় রয়েছে রপ্তানি আয়। চলতি অর্থবছরের আগস্ট থেকে টানা চার মাস রপ্তানি আয় কমেছে। নভেম্বরে রপ্তানি আয় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার ছিল। তবে বার্ষিক হিসাবে রপ্তানি কমলেও মাসিক হিসাবে কিছুটা বেড়েছে। যা অক্টোবরের তুলনায় ১ দশমিক ৭৭ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ইপিবির প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসের সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের ১৯ দশমিক ৯০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তুলনায় সামান্য বেশি। নভেম্বরের দুরবস্থা সত্ত্বেও রপ্তানি আয় চলতি অর্থবছরে বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ।

ইপিবির হিসাব অনুযায়ী, রপ্তানিতে চলতি মাসেও তৈরি পোশাক খাত শীর্ষ অবস্থান ধরে রেখেছে। নভেম্বরে এ খাত থেকে এসেছে ৩ হাজার ১৪০ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। নিটওয়্যার ও ওভেন উভয় পণ্যই রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রেখেছে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত সামগ্রী, হোম টেক্সটাইলস, ওষুধশিল্প, জাহাজ, চিংড়ি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যও ইতিবাচক বয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪ দশমিক ২০ শতাংশ এবং ৩ দশমিক ০৪ শতাংশ। এছাড়া রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—চীনে ২৩ দশমিক ৮৩ শতাংশ, পোল্যান্ড ১১ দশমিক ৫৭ শতাংশ, সৌদি আরব ১১ দশমিক ৩৪ শতাংশ এবং স্পেন ১০ দশমিক ৪৬ শতাংশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরের অক্টোবরে ৩৮২ কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৩ শতাংশ কম। সেপ্টেম্বরে রপ্তানি কমেছিল ৪ দশমিক ৬১ শতাংশ এবং আগস্টে ২ দশমিক ৯৩ শতাংশ। অর্থবছরের প্রথম মাসে ২৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হলেও পাঁচ মাস শেষে (জুলাই–নভেম্বর) মোট প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ০ দশমিক ৬২ শতাংশে।

ইপিবির তথ্যানুযায়ী, সামগ্রিক আয় কমার অন্যতম কারণ দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের দুরবস্থা। নভেম্বরে পোশাক রপ্তানি হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৩০ বিলিয়ন ডলার। একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি কমার হার ৫ শতাংশ। অক্টোবরে পোশাক রপ্তানি হয়েছিল ৩০২ কোটি ডলার, আগের বছরের একই মাসে ছিল ৩৩০ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ কম। একই সময়ে রপ্তানি আদেশ কমেছে আগের মাসের চেয়ে ২০ শতাংশ। রপ্তানি আদেশ কম এসেছে চার হাজার ৭৫৮ কোটি টাকা। আগস্ট মাসে রপ্তানি কম হয় আগের বছরের একই মাসের চেয়ে ১১ কোটি ডলার। রপ্তানির পরিমাণ নেমে আসে ৩৯২ কোটি ডলারে, যা আগের বছরের আগস্টে ছিল ৪০৩ কোটি ডলারেরও বেশি। পোশাকের রপ্তানি কমে দাঁড়ায় ৩১৭ কোটি ডলারে, যা গত বছরের আগস্টে ছিল ৩৩৩ কোটি ডলার। সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ নেমে আসে ৩৬৩ কোটি ডলারে, যা গত সেপ্টেম্বরে ছিল ৩৮০ কোটি ডলারেরও বেশি। পোশাকের রপ্তানি ১৭ কোটি ডলার কমে পরিমাণ দাঁড়ায় ২৮৪ কোটি ডলার, যা আগের বছরের একই মাসে ছিল ৩০১ কোটি ডলার।

পোশাক খাতের সামগ্রিক আয় কমার কারণ হিসেবে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম আমার দেশকে বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পোশাকের রপ্তানি কমে যাওয়ার প্রধান কারণ চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি। যুক্তরাষ্ট্রের বাজারে অনেক বেশি শুল্কের কারণে তারা কম দামে ইইউতে রপ্তানি করছে। এ কারণে সেখানে বাংলাদেশের রপ্তানি কমছে।

ইএবি সভাপতি জানান, যুক্তরাষ্ট্র তাদের ট্যারিফের বর্ধিত অংশ আমাদের ব্যবসায়ীদের ওপর চাপিয়ে দিতে চাইছে। এতে সম্মত হতে না পারায় বাল্ক অর্ডারগুলো আমেরিকার বাজার থেকে আসছে না।

তিনি বলেন, সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি। বাড়তি শুল্ক আদায়ের কারণে যুক্তরাষ্ট্রে পোশাকের দর বেড়েছে। তাদের চাহিদা কমেছে প্রায় ৩০ শতাংশের মতো। ব্যাংক লুটপাট, উচ্চ সুদহারসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের শিল্প খাত বর্তমানে মুমূর্ষু অবস্থায় আছে। এর মধ্যে কিছু কাস্টমস কর্মকর্তা আইনের ভুল ব্যাখ্যা দিয়ে রপ্তানিকারকদের ভোগান্তির চেষ্টা করেন।

বিশ্লেষকদের মতে, চলতি অর্থবছরের বাকি সাত মাসে বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সরকারের নির্ধারিত ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা এখন অনেকটাই চ্যালেঞ্জের মুখে।

পেঁয়াজের কেজিতে বাড়ল ৩০ টাকা, উদ্যোগ নেই আমদানির

স্বাদ ও পুষ্টিগুণ বেশি পরিণত বয়সের ব্রয়লার মুরগির

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন: লেনদেনে ভোগান্তি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি খুঁজছে সরকার

টানা চার মাস ধরে রপ্তানি খাতে পতন

জাল ব্যান্ডরোলে ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি: এনবিআর

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলার: বাণিজ্য উপদেষ্টা

বেসরকারি খাতের বিকাশকে ‘ক্রোনি ক্যাপিটালিজম’ বললেন জ্বালানি উপদেষ্টা

অর্থনৈতিক সমৃদ্ধিতে কৃষি ও জনশক্তির ব্যবহারের আহ্বান

ঢাকায় পর্দা উঠছে ১২তম এসএমই মেলার, ৬০ শতাংশই নারী উদ্যোক্তা