হোম > বাণিজ্য

৪ শতাংশ হারে মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

অর্থনৈতিক রিপোর্টার

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য ব্যাংক রেটে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বুধবার বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে কেন্দ্রীয় ব্যাংক সেই সিদ্ধান্তে পরিবর্তন আনে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেগুলেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ইসলামী ব্যাংক কোম্পানির গঠন ও সম্প্রসারণসংক্রান্ত রেগুলেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আগে যে সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট মেয়াদি আমানতের ওপর মুনাফা স্থগিত রাখা হয়েছিল, তা পুনর্বিবেচনা করা হয়েছে। আমানতকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) আমানতের ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রযোজ্য হবে। এ জন্য ব্যাংকগুলোকে ২০২৫ সালের শেষ কর্মদিবসের ভিত্তিতে আমানত স্থিতি পুনরায় হিসাব করতে হবে এবং সংশোধিত হিসাবের বিবরণী তিন কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কোনো আমানতকারী যদি নির্ধারিত হারের চেয়ে বেশি মুনাফা ইতোমধ্যে পেয়ে থাকেন, তাহলে সেই অতিরিক্ত অংশ ভবিষ্যৎ মুনাফার সঙ্গে সমন্বয় করা হবে। অন্যদিকে, যেসব আমানতের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত প্রযোজ্য নয়, সেগুলোর বিষয়ে পূর্বের নির্দেশনা বহাল থাকবে।

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি আড়াই লাখ ছাড়াল

হাত ঘুরলেই দাম বাড়ে পাঁচ কৃষি পণ্যের, ‘লাভের গুড়’ খায় মধ্যস্বত্বভোগীরা

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

১৩১ টাকা দরে ২ কোটি ৭১ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে: গভর্নর

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড