হোম > বাণিজ্য

এলপিজি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমল

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

এলপিজি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এছাড়া দেশীয় উৎপাদনে সাড়ে ৭ শতাংশ ভ্যাট অরোপ করা হয়।

এদিকে আজ থেকে দেশে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি।

গতকাল বুধবার এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা।

নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সব কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা।

সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ: সিডিএফ

কমলো স্বর্ণের দাম

আকিজ বশির ক্যাবলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিলামে ২০৬ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

রেমিট্যান্স পাঠানোর দিনই নগদায়ন করতে হবে

দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

উড়োজাহাজের জ্বালানির দাম কমলো লিটারে সাড়ে ৯ টাকা

মানি চেঞ্জারদের পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ

আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক