একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আমানতের অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে তারা সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন।
ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
এই পাঁচ ব্যাংককেই অধিগ্রহণ করেছে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পাঁচ ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত নবগঠিত স্থানান্তর হয়েছে।
আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত এবং প্রাথমিকভাবে আমানত উত্তোলনের সুবিধা পাবেন। এ লক্ষ্যে রেজল্যুশনের আওতাধীন ব্যাংকসমূহে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক এ অর্থ উত্তোলন না করলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা প্রাপ্য হবেন।
এসআই