বাংলাদেশে কার্যরত মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন করতে ১০ হাজার টাকা ফি দিতে হবে। আগে নবায়ন ফি ছিল পাঁচ হাজার টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই ফি কাঠামো আগামী ১৫ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এ ছাড়া লাইসেন্স নবায়ন সংক্রান্ত অন্যান্য সব নির্দেশনা পূর্বের মতোই বহাল থাকবে। সংশ্লিষ্ট সকল মানি চেঞ্জার ও গ্রাহকদের এ বিষয়ে অবহিত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। লাইসেন্স নবায়নের ফি বৃদ্ধি মানে নিয়ন্ত্রক সংস্থা আমাদের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন করেছে এবং আমাদেরকে ‘গুড বুক’-এ নিয়েছে। এতে বোঝা যায়, বাজার স্থিতিশীল রাখতে আমাদের ভূমিকা নিয়ে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট।