হোম > বাণিজ্য

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩ বিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ বা ৩ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০৪ কোটি ১০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

এ ছাড়া গত ২৯ ডিসেম্বর প্রবাসীরা দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ।

এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

অর্থবছর শেষে রেমিট্যান্স ৩৫ বিলিয়ন ডলার ছাড়াবে: গভর্নর

ব্যাংক হলিডে বুধবার, বন্ধ থাকবে লেনদেন

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

পাঁচ ব্যাংকের আমানতকারীরা নতুন ব্যাংক থেকে ২০ শতাংশ ঋণ পাবেন

তিন ধরনের পণ্য আমদানিতে শুল্ক কমাচ্ছে চীন

১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

তারেক রহমানের ফেরা বিনিয়োগকারীদের জন্য কনফিডেন্স বুস্টার

আওয়ামী সুবিধাভোগী জয় গ্রুপকে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা