হোম > বাণিজ্য

বিদেশিদের পরামর্শে শ্রম আইনে পরিবর্তন আনছে সরকার

জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করছে সরকার। আমরা চার মাস ধরে সময় চেয়েও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাইনি। ১০০ মিলিয়ন ডলারের স্টারলিংকের ভাইস চেয়ারম্যানকে তিনি সময় দেন, অথচ ৪০ বিলিয়ন ডলারের প্রতিনিধিকে সময় দেন না।

মঙ্গলবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন শ্রম আইনে কমপক্ষে ২০ জনকে নিয়ে ট্রেড ইউনিয়নের কথা বলা হয়েছে। আমরা চাই না, ঝুট ব্যবসায়ী, মেস ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করুক।

মাহমুদ হাসান খান বলেন, ট্রেড ইউনিয়ন গঠন: ভারসাম্যহীন ও অযৌক্তিক সিদ্ধান্ত টিসিসি ও ওয়ার্কিং কমিটিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠনে ধাপে ধাপে শ্রমিকের সংখ্যা নির্ধারণে একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছিল— যেখানে প্রথম ধাপে ৫০ থেকে ৫০০ শ্রমিকের কারখানায় ন্যূনতম ৫০ জন শ্রমিকের সম্মতিতে ইউনিয়ন গঠনের সুযোগ ছিল। কিন্তু পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সভায় একতরফাভাবে সেটি পরিবর্তন করে ২০–৩০০ শ্রমিক নির্ধারণ করা হয়েছে এবং ধাপ করা হয়েছে ৫টি।

তার মতে, এই সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। কারণ মাত্র ২০ জন শ্রমিক দিয়ে একটি ইউনিয়ন গঠন করা হলে কারখানাগুলোতে এমন ব্যক্তিরা ট্রেড ইউনিয়ন করবেন, যারা ঐ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নন। এটি অন্তঃদ্বন্দ্ব ও শিল্পে অস্থিতিশীলতা তৈরি করবে ও উৎপাদন ব্যাহত করবে। এতে বিনিয়োগকারীদের আস্থা কমবে এবং উদ্যোক্তারা নতুন প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনায় নিরুৎসাহিত হবেন।

বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্রের সিস্টেম জালিয়াতি

এক লাফে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা বিপজ্জনক পণ্য ধ্বংস

যৌথভাবে গবেষণা করবে ঢাকা চেম্বার ও ঢাকা স্টক এক্সচেঞ্জ

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক

ওয়েস্টার্ন গ্রুপ ও কাতার এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি, যা বলছে সরকার

ভ্যাট রিফান্ড দিচ্ছে না সরকার

হালাল পণ্য রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে বিএসটিআইয়ের চুক্তি

বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক