হোম > বাণিজ্য

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৫৭২৫৬ কোটি টাকার সম্পদ জব্দ

অর্থনৈতিক রিপোর্টার

শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্পগ্রুপের ৫৭ হাজার ২৫৬ কোটি টাকা জব্দ করেছে আদালত। এর মধ্যে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএফআইইউ প্রতিবেদন অনুযায়ী, দেশের মধ্যে জব্দ করা হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। বিদেশে জব্দ করা হয় ১০ হাজার ৪৫১ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ জব্দ করা হয় ১৩ হাজার ৮৭১ কোটি টাকা। অস্থাবর সম্পদ ৪৩ হাজার ৩৮৫ কোটি টাকা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠন করে সরকার। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছিল। এর পর থেকে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে বিএফআইইউ। আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

শেখ হাসিনার পরিবারের বাইরে যে ১০ শিল্পগোষ্ঠী নিয়ে তদন্ত চলছে, সেগুলো হলো এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেমকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ।

এদিকে শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগ্রুপের ১ হাজার ৫৭৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এসব হিসাবে অর্থের পরিমাণ ১ হাজার ৬৮০ কোটি টাকা ও তিন মিলিয়ন মার্কিন ডলার। আর ১৮৮টি বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্টে থাকা শেয়ার যার বাজারমূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা, আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ