হোম > বাণিজ্য

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার

আবদুর রহিম খান -প্রশাসক, এফবিসিসিআই

দেশের ব্যবসায়ীদের সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

রোববার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

সংগঠনটির সাবেক প্রশাসক ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য মো. হাফিজুর রহমানের মেয়াদ গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। গত ২৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে মো. আবদুর রহিম খানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২২ সালের ট্রেড অর্গানাইজেশন আইন অনুযায়ী সরকার সর্বোচ্চ এক বছরের জন্য প্রশাসক নিয়োগ করতে পারে। সেই ধারার আওতায় পূর্ববর্তী প্রশাসক হাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, মো. আবদুর রহিম খান ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সংগঠনের ভেতরে আন্দোলন শুরু হয়। এর ধারাবাহিকতায় সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরবর্তী সময়ে ১১ সেপ্টেম্বর ফেডারেশনের বিদ্যমান বোর্ড বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ, চাঁদার হার নির্ধারণ, মনোনীত পরিচালক বাছাই এবং নির্বাচন বোর্ড গঠনের প্রক্রিয়া নিয়ে একাধিক সদস্য আপত্তি জানিয়ে উচ্চ আদালতে চারটি পৃথক রিট করেন। এসব মামলার কারণে নির্বাচন কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ে। দুই দফা নির্বাচন বোর্ড পুনর্গঠন করেও ভোট আয়োজন সম্ভব হয়নি।

সংগঠনের সাবেক কয়েকজন নেতা জানান, দীর্ঘদিনের এই অচলাবস্থা দূর করতে নতুন প্রশাসকের নিয়োগ ব্যবসায়ী মহলে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে। তারা মনে করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআই আবারও কার্যকর নেতৃত্ব ফিরে পাবে।

বাজুসের নতুন সভাপতি এনামুল হক খান দোলন

আইপিওতে মিউচুয়াল ফান্ডের জন্য ২০ শতাংশ বরাদ্দের প্রস্তাব

সঞ্চয়পত্রে বিনিয়োগে ধাক্কা

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকে প্রশাসক বসছে বুধবার

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের চুক্তি

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথ কেয়ারের চুক্তি স্বাক্ষর

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

নিরাপত্তা ইস্যুতে যুক্ত হয়নি বিকাশ, অনুমোদন পায়নি নগদ