হোম > বাণিজ্য

৪ কারণে প্রবৃদ্ধির ওপর চাপ

জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস এডিবির

আমার দেশ অনলাইন

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির মতে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৫ শতাংশে। গত অর্থবছরের প্রাক্কলন ছিল মাত্র ৪ শতাংশ। এডিবি জানিয়েছে, তৈরি পোশাক খাত স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পরিবর্তন, ঘন ঘন বন্যা, শিল্পখাতে শ্রমিক অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতি—এই চারটি কারণে ভোগব্যয় কমেছে এবং সামগ্রিক প্রবৃদ্ধির ওপর চাপ তৈরি হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর সংস্করণে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়।

এডিবি বলছে, চলতি অর্থবছরে ভোগব্যয় বাড়বে। এর পেছনে থাকবে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাড়তি ব্যয়।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, ‘ভবিষ্যৎ প্রবৃদ্ধি নির্ভর করবে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, প্রতিযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের ওপর।’

তিনি আরো সতর্ক করে বলেন, মার্কিন শুল্কনীতি ও ব্যাংক খাতের দুর্বলতা প্রবৃদ্ধির জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে।

এডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধি হুমকির মুখে ফেলতে পারে আন্তর্জাতিক বাণিজ্য অনিশ্চয়তা, ব্যাংক খাতের অস্থিতিশীলতা এবং নীতি বাস্তবায়নে অনাগ্রহ। টেকসই প্রবৃদ্ধির জন্য সামষ্টিক অর্থনৈতিক নীতি ঠিক রাখা ও কাঠামোগত সংস্কার দ্রুততর করার পরামর্শ দিয়েছে এডিবি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭ শতাংশ। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশ। এর কারণ হিসেবে দেখানো হয়েছে পাইকারি বাজারে সীমিত প্রতিযোগিতা, বাজার তথ্যের ঘাটতি, সরবরাহ শৃঙ্খলে সমস্যা এবং টাকার অবমূল্যায়ন।

এডিবি আরো জানায়, সংকোচনমূলক রাজস্ব ও মুদ্রানীতি এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান বিনিয়োগে মন্থরতা আনতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ ও ইউরোপীয় ইউনিয়নে প্রতিযোগিতা বাড়ায় রপ্তানি খাত এবং এর প্রবৃদ্ধি চাপ বাড়াবে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিকারকদের মূল্য কমাতে হতে পারে।

জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৩ শতাংশ অর্থ জমা দিয়ে নিয়মিত করার সুযোগ

আবারও বাড়লো স্বর্ণের দাম

২৬ বিষয়ে সিদ্ধান্ত নিতে লাগবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন

মুখোমুখি অবস্থানে বস্ত্রকল ও পোশাকশিল্প মালিকরা

ফের বাড়ল স্বর্ণের দাম, ভাঙল অতীতের রেকর্ড

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো নতুন ১১ প্রতিষ্ঠান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার রাশিয়ার

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের উদ্যোগ বাতিলের দাবি

আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ সাড়ে ২৯ হাজার কোটি টাকা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ