হোম > ধর্ম ও ইসলাম

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। শনিবার সকাল নয়টার পর আনুষ্ঠানিকভাবে এই মহাসম্মেলন শুরু হয়। তার আগেই সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে যায়।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত এই মহাসম্মেলনে দেশি-বিদেশি আলেমরা বক্তব্য রাখবেন। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। এরইমধ্যে বিভিন্ন পর্যায়ের আলেমদের বক্তব্য শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ।

এর আগে মহাসম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগমন করেন খ্যাতনামা ওলামা মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা। তাদের মধ্যে রয়েছেন- পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়েখ আব্দুর রউফ মাক্কী, আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক ড. শায়েখ মুসআব নাবীল ইবরাহীম (মিশর); বিশিষ্ট দাঈ ও ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান (পাকিস্তান) প্রমুখ।

দেশের শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ এতে বক্তব্য রাখবেন।

ইসলামিক ফিন্যান্সের ভিত্তি সুদৃঢ় করতে ঢাকায় বসছে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সামিট

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, বাইকে আগুন

ডিএমপির ৬ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি

মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

খতমে নবুওয়ত মহাসম্মেলনে মুসল্লিদের ঢল

অবশেষে ২৬ টুকরো লাশের রহস্য উদ্ঘাটন

ত্রিভুজ পরকীয়ার জেরে আশরাফুলকে হত্যা, প্রেমিকা শামীমাসহ জারেজুল গ্রেপ্তার

সোহরাওয়ার্দীতে উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলন কাল

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ৩৫ তাজা ককটেল উদ্ধার

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দীর মৃত্যু