হোম > রাজধানী

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক পুশ-ইন: সিটিজেন ইনিশিয়েটিভের বিবৃতি

আমার দেশ ডেস্ক

সিটিজেন ইনিশিয়েটিভ ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় নাগরিক, বিশেষ করে মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং কঠোর নিন্দা প্রকাশ করছে। এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং আঞ্চলিক সহযোগিতার মৌলিক নীতিমালার চরম লঙ্ঘন।

এই ধরনের একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপ শুধু যে আক্রান্ত ব্যক্তিদের মর্যাদা ও অধিকার হরণ করছে তা নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ককেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের কার্যকলাপ, যা বর্তমান ভারতীয় সরকারের ধর্মবিদ্বেষী নীতির প্রতিফলন বলেই প্রতীয়মান, তা অত্যন্ত নিন্দনীয়।

বাংলাদেশ ইতোমধ্যেই নিজের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নানান চ্যালেঞ্জের মুখে রয়েছে, সেই রাষ্ট্রকে প্রতিবেশী দেশের রাজনৈতিক সংকটের বোঝা বহনের জন্য বাধ্য করা ন্যায়সঙ্গত নয়।

আমরা ভারত সরকারকে আহ্বান জানাই এই অনৈতিক, অবৈধ এবং মানবাধিকারবিরোধী ‘পুশ-ইন’ অবিলম্বে বন্ধ করুন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করুন, এবং সকল নাগরিকের তাদের ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার ও মর্যাদাকে সম্মান করুন।

একইসঙ্গে, আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই যেন তারা কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই এই অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করুন এবং যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মানবাধিকার লঙ্ঘনে জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনুন।

সিটিজেন ইনিশিয়েটিভ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে রয়েছে এবং মানবাধিকার, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে তার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করছে।

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার