মাইলস্টোন বিমান দুর্ঘটনা
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় চার মাসের বেশি চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ ছাত্রী শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। সে স্কুলটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বুধবার সকালে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. এম নাশিরউদ্দিন।
তিনি জানান, ২১ জুলাই একটি মর্মান্তিক বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষার্থীও দগ্ধ হয়। চার মাসের বেশি সে আমাদের এখানে চিকিৎসাধীন ছিল।
তিনি আরো জানান, সাইয়েবার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। ৭২ বার ড্রেসিং করা হয়েছে। স্কিন ব্যাংক থেকে দুইবার চামড়া নিয়ে তার শরীরে লাগানো হয়েছে। চারবার তার নিজের শরীর থেকে চামড়া নিয়ে লাগানো হয়েছে।
এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে মোট শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছে। আমরা আশা করছি সে দ্রুত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে বলে জানান পরিচালক।