সম্মিলিত নারী প্রয়াস
ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসভবনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ড. শামীমা তাসনীম।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু একজন শিক্ষার্থী নেত্রীকেই নয় পুরো শিক্ষাঙ্গন, নারী নেতৃত্ব এবং গণতান্ত্রিক পরিবেশকে ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়ার শামিল।
একটি স্বাধীন দেশে রাজনৈতিক মতভেদকে লক্ষ্য করে শিক্ষার্থী ও তরুণ নেতৃত্বের ওপর হামলা করা ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত।
ড. শামীমা তাসনীম অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি রাফিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নারী নেতৃত্বকে ভয় দেখিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না সম্মিলিত নারী প্রয়াস সবসময় সত্য, ন্যায় ও শান্তির পক্ষে অটল থাকবে।