আসন্ন বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচে লোটো বাংলাদেশ যুক্ত হয়েছে অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার হিসেবে। ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
এর মাধ্যমে বাংলাদেশে ফুটবলের নতুন দিনের বিকাশে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে লোটো। ব্র্যান্ডটি জানিয়েছে, জাতীয় দল ও ফুটবলের বিকাশকে সহায়তা করতে তারা সরবরাহ করবে আধুনিক প্রযুক্তিনির্ভর পারফরম্যান্স ফুটওয়্যার, যা খেলোয়াড়দের গতি, আরাম ও নিখুঁত নিয়ন্ত্রণে সাহায্য করবে।
লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, ফুটবল সবসময়ই লোটোর ঐতিহ্যের অংশ। বাংলাদেশ ও ভারতের এই ঐতিহাসিক মুখোমুখি লড়াইয়ে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, খেলাধুলা মানুষকে একত্রিত করে, অনুপ্রাণিত করে এবং বাধা অতিক্রম করার শক্তি দেয়। লাল-সবুজের পতাকা বুকে নিয়ে যারা মাঠে নামবে, আমরা তাদের সাথে আছি ।
ম্যাচ চলাকালীন সময়ে লোটো বাংলাদেশের উপস্থিতি থাকবে মাঠের বিভিন্ন জায়গায়। দর্শকদের জন্য থাকছে ফ্যান এনগেজমেন্ট জোন, লিমিটেড এডিশন উপহার, ও ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভিটি।
বিশ্বব্যাপী ফুটবলে দীর্ঘ ঐতিহ্য নিয়ে লোটো এর আগে বিশ্বব্যাপী ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছে। সেই অভিজ্ঞতাকেই এবার বাংলাদেশে স্থানীয় পর্যায়ে আরও প্রসারিত করতে যাচ্ছে ব্রান্ডটি।