হোম > রাজধানী

কোচিং বাণিজ্য বন্ধসহ ৯ দফা দাবি মাইলস্টোন অভিভাবকদের

স্টাফ রিপোর্টার

মাইলস্টোনসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধসহ ৯দফা দাবি জানিয়েছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন অভিভাবকেরা।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আইন অমান্য করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার দায়ে মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিতসহ অবিলম্বে ৯ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অভিভাবকরা বলেন, এসব দাবি শুধু নিহত পরিবারের প্রতি সহানুভূতি নয়, বরং দেশের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অভিভাবক মারিয়াম উম্মে বলেন, এই মাইলস্টোন কোচিংয়ের জন্য বাচ্চাদের প্রেসার দেয়া হতো। এই কোচিংয়ের জন্য কিন্তু বাচ্চাগুলো আটকে ছিলো। এ বিষয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারাও উল্টো প্রশ্ন করেন। কিন্তু আমরা তো তাদেরকেই প্রশ্ন করবো। কারণ তাদের অনেক গাফিলতি আছে, অনেক দুর্নীতি আছে।

অভিভাবকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- আইন অমান্য এবং নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার দায়ে মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত, মাইলস্টোনসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ, নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষ দ্বারা আর্থিক জরিমানা প্রদান, রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর, মাইলস্টোনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারণ করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনা, নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণ, ঘটনার প্রকৃত চিত্র জানতে মাইলস্টোন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ, জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন ছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় স্থানান্তর করার দাবি জানান তারা।

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

‘গাইবে ওরা, শুনবে পৃথিবী’ মিউজিক্যাল ভিডিওর উদ্বোধন

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মেট্রোরেল মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে

বিমানবন্দরের পথে হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

হাদির ওপর হামলা: সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেলে

হাদিকে হত্যাচেষ্টা: ঢাকার পল্টন থানায় পরিবারের মামলা

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন