হোম > রাজধানী

উত্তরের ১০ ওয়ার্ডে কর কমানো ও বকেয়া মওকুফের দাবি

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত সাবেক দক্ষিণখান, উত্তরখান, হরিরামপুর ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ১০টি ওয়ার্ডের বাড়ি-ঘরের ওপর ধার্যকৃত উচ্চ হারের কর কমানো এবং সাত বছরের বকেয়া কর মওকুফের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগীরা।

এসময় তারা বলেন, ২০১৮ সালে সাবেক দক্ষিণখান, উত্তরখান, হরিরামপুর ইউনিয়ন পরিষদের জনগণকে মিথ্যা প্রলোভন দেখিয়ে একটি গেজেটের মাধ্যমে এই এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করে। কিন্তু বিগত সাত বছরে নাগরিক সুবিধাসহ এলাকার উন্নয়নে সিটি করপোরেশন কর্তৃক কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ফলে ইউনিয়ন পরিষদ এলাকাবাসীর সুবিধার্থে যে কাজগুলো করেছে সেগুলো এখন নষ্ট হয়ে জনদুর্ভোগে পরিণত হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, বর্তমানে ড্রেনেজ সিস্টেমসহ, ল্যাম্প পোস্ট না থাকায় রাতের বেলায় অত্র এলাকা অন্ধকারাচ্ছন্ন থাকে। এলাকায় মশা নিধনের কোনো কর্মসূচি না থাকায় মশার কামড়ে এলাকাবাসী একদিকে যেমন অতিষ্ঠ, অন্যদিকে জলাশয়গুলো মশা উৎপাদনের খামারে পরিণত হয়ে আছে। এছাড়া ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় এলাকাগুলো ময়লা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে, যার ফলে ময়লার দুর্গন্ধে এলাকায় বসবাস করা অনুপোযোগী হয়ে পড়েছে।

তারা আরো বলেন, অধিকহারে কর ধার্যসহ বকেয়া সাত বছরের কর পরিশোধ করার জন্য প্রত্যেক বাড়ি ও ফ্ল্যাট মালিকদের নামে নোটিশ জারি করেছে সিটি কনপোরেশন। উচ্চ হারে করের বোঝা মানুষের কাঁধে না চাপিয়ে এলাকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণযোগ্য কর পুনঃনির্ধারণসহ বকেয়া সাত বছরের কর মওকুফের করার বিষয়ে আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুস সালাম সরকার, মো. শাহাবুদ্দিন, মো. সামসুল হক সরকার, সৈয়দ আহমেদ হেলাল, ইদ্রিস আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সামাজিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার