হোম > রাজধানী

সোমবার থেকে রেল ও সড়কপথ অবরোধ

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর দাবি

স্টাফ রিপোর্টার

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুত তাদের দাবি মেনে না নিলে সোমবার সকাল থেকে ঢাকার উত্তর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র আলী আহমেদ আমার দেশকে জানান, ইজতেমার কারণে রোববার শুধুমাত্র তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ কর্মসূচি থাকছে। যদিও শনিবার 'বেরিকেড টু নর্থ সিটি' কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন রোববার বিকেল ৪টার মধ্যে দাবি মানা না হলে রেল ও সড়ক পথ অবরোধ করা হবে।

এদিকে সরেজমিনে দেখা যায়, কলেজের সামনের মহাখালী থেকে গুলশানমুখী সড়কের উভয় পাশে বাঁশ ফেলে সড়কের মাঝখানে অবস্থান নিয়েছেন শ'খানেক শিক্ষার্থী। তাতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা হ্যান্ড মাইকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে ।

এনিয়ে টানা ৫ম দিনের মতো মহাখালী-গুলশান সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, দুপুর ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের দু'পাশ অবরোধ করে শিক্ষার্থীরা। এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় মানুষজনকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

চাকরিজীবী শিক্ষার্থীসহ কয়েকজন ক্ষভ প্রকাশ করে জানান, এরা মানুষের দুর্ভোগের কথা চিন্তা করছে না।

এমএস

রাজধানীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

তিন বছরের শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় পার্কিং করা বাসে আগুন

দক্ষিণ কেরাণীগঞ্জে পাঁচ দিন ধরে গ্যাসের ৫০ হাজার লাইন বন্ধ

ফরহাদ খাঁ ছিলেন মানবিক সাংবাদিকতার প্রথিকৃত

ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর গণসংযোগ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয় গ্রেপ্তার