হোম > রাজধানী

রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ওয়াসিম সিদ্দিকী

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাতে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে অবস্থান কর্মসূচি দেওয়া হয়। রাত ১০টা থেকে ছাত্র-জনতা যমুনার সামনের সড়কে অবস্থান নেন।

এ প্রেক্ষাপটে যমুনার আশপাশের এলাকা ও শাহবাগ মোড় এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের সহায়তা নেওয়া হয়।

শুক্রবার দিনের মতো রাতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা লক্ষ্য করা গেছে। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক নজরদারি করছেন। এছাড়া রাজধানীজুড়ে ডিএমপির টহল টিমের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, যমুনা ও শাহবাগ এলাকা ছাড়াও ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক ব্যারিকেড দেওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকেই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি ব্যাপকভাবে চোখে পড়ে। মেট্রোরেলের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় মেট্রোরেলের নির্দিষ্ট কয়েকটি স্টেশনে বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। মেট্রোর নিরাপত্তায় নিয়োজিত এমআরটি পুলিশ স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় প্রয়োজন মনে করলে যাত্রীদের সাথে থাকা ব্যাগ চেক করে।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী শুক্রবার আমার দেশকে বলেন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তৃতীয় কোনো পক্ষের স্যাবোটাজের তথ্য রয়েছে কি না-এমন প্রশ্নে না সূচক জবাব দেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।

এদিকে শুক্রবার বিকেলে শাহবাগে অবস্থান নেয় ছাত্র-জনতা। শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান, রায়ট কার। র‌্যাব সদস্যদের উপস্থিতিও চোখে পড়েছে। ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোন পক্ষ স্যাবোটাজ ঘটাতে না পারে সেজন্যে সাদা পোশাকের গোয়েন্দাদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শাহবাগ মোড়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকায় যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে মতিঝিল ও গুলিস্তানগামীদের বাংলামোটর ও মগবাজার সড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার রাতে এনসিপির অন্যতম মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল এর দায়িত্বপ্রাপ্ত) হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতাকর্মীদের নিয়ে যমুনার সামনে অবস্থান নেন। পরে এ কর্মসূচিতে ইসলামী ছাত্রশিবির ও হেফাজতের নেতাকর্মীরা যোগ দেন। সারারাত তারা সেখানে অবস্থান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বুধবার রাতে দেশ ছেড়ে থাইল্যান্ডে চলে যাওয়ার প্রেক্ষাপটে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসে।

বিকালে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

রাজধানীতে বাস চাপায় নিরাপত্তাকর্মী নিহত

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে তরুণ খুন

রাজধানীর পল্লবী-উত্তরা থেকে গ্রেপ্তার ৩১

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৭

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

রাজধানীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

‘গাইবে ওরা, শুনবে পৃথিবী’ মিউজিক্যাল ভিডিওর উদ্বোধন

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মেট্রোরেল মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে