রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সাংবাদিকের মোটরসাইকেলে ধাক্কা দেয় অটোরিকশা চালক। এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো হামলার শিকার হন অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ২৪.কম-এর সাংবাদিক মো. রাকিব হাসান (৩৫)।
অভিযোগ উঠেছে, অটোরিকশা চালক মো. কবির হোসেন (৩৭) কৌশলে ওই সাংবাদিককে বস্তির মধ্যে নিয়ে গিয়ে আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় অটোরিকশা চালক মো. কবির হোসেনসহ (৩৭) ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে রাজধানীর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাকিব হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল (২৭ অক্টোবর) আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে সাংবাদিক রাকিব হাসান মোটরসাইকেলযোগে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর নতুন বাজার চৌরাস্তার মোড়ে যানজটে দাঁড়িয়ে ছিলেন। এসময় আসামি কবির হোসেন দ্রুত ও বেপরোয়া গতিতে অটো চালিয়ে এসে পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় রাকিব হাসান রাস্তায় পড়ে গিয়ে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
রাস্তা থেকে উঠে তিনি আসামি কবিরকে ধাক্কা মারার কারণ জিজ্ঞাসা করতে গেলে, সে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাংবাদিক প্রতিবাদ জানালে, আসামি কবির হোসেন কৌশলে তার হাত ধরে টেনে হেঁচড়ে অটোরিকশায় ঝুলিয়ে কল্যাণপুর নতুন বাজার ৮নং পোড়া বস্তির ভেতরে নিয়ে গিয়ে অন্যায়ভাবে আটক করে।
অভিযোগ অনুযায়ী, বস্তির ভেতরে আসামি কবিরের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৪/৫ জন বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে লোহার রড, চাপাতি, ধারালো চাকু ও লাঠিশোঠা নিয়ে সাংবাদিক রাকিব হাসানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে।
এসময় মো. মিরাজ (২৫) নামে একজন পথচারী সাংবাদিককে রক্ষা করার জন্য এগিয়ে এলে, আসামিরা তাকেও মারপিট করে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে।
সাংবাদিক রাকিব হাসান তাৎক্ষণিক মিরপুর মডেল থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামি কবির হোসেনকে আটক করে। তবে অন্যান্য অজ্ঞাতনামা আসামিরা কৌশলে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় আসামিরা সাংবাদিককে পরবর্তীতে সুযোগ পেলে প্রাণনাশ করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
হামলায় আহত সাংবাদিক রাকিব হাসান ও পথচারী মিরাজ পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয়ে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে জানতে মিরপুর মডেল থানার ওসির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান জানান, বিষয়টি আমার নলেজে ছিল না। আমি থানায় খোঁজ নিচ্ছি। ওসির সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি।