ড্যাফোডিলের ঐতিহাসিক অর্জন
বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অবিস্মরণীয় কীর্তি স্থাপন করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রধানদের শীর্ষ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস, আইএইউপি (IAUP)-এর সেমি-অ্যানুয়াল মিটিং-২০২৬ আয়োজনের ঐতিহাসিক দায়িত্ব লাভ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের স্বাগতিক দেশ হওয়ার গৌরব অর্জন করল, যা বৈশ্বিক মঞ্চে দেশের উচ্চশিক্ষার অবস্থানকে আরো দৃঢ় করবে।
এই যুগান্তকারী আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির ড্যাফোডিল টাওয়ারে আয়োজিত এক বিশেষ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন IAUP-এর সেক্রেটারি জেনারেল এবং জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব কমার্স-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর তাতসুরো তানিওকা, যিনি ডিআইইউ-এর আন্তর্জাতিক সক্ষমতা ও অবকাঠামোর ভূয়সী প্রশংসা করেন।
ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক প্রফেসর অধ্যাপক ড. মো. ফখরে হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বিশ্বজুড়ে শতাধিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব আগামী ১৯ থেকে ২১ নভেম্বর সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে একত্রিত হবেন। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে একাডেমিক আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
IAUP-এর এই সেমি-অ্যানুয়াল মিটিং আয়োজনের মাধ্যমে ডিআইইউ বাংলাদেশে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে নেতৃত্ব দিচ্ছে।
এই আয়োজনে বিশ্বের ২০–২৫টি দেশের ৭০–১০০ জন বিশ্ববিদ্যালয় সভাপতি ও উচ্চশিক্ষা নেতৃবৃন্দ অংশ নেবেন। আসন্ন সন্মেলনটি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের জন্য এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ IAUP হলো বৈশ্বিক পর্যায়ে উচ্চশিক্ষা উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা ও নেতৃত্ব উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত এক দশকেরও বেশি সময় ধরে IAUP-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ সবুর খান IAUP-এর ২০২৭–২০৩০ মেয়াদের Treasurer হিসেবে নির্বাচিত হওয়ায় ডিআইইউ-এর আন্তর্জাতিক নেতৃত্ব আরও সুসংহত হয়েছে। এর আগে ডিআইইউ সফলভাবে Asian University Presidents Forum 2019, 15th AUAP General Conference 2022 এবং একাধিক Erasmus+ প্রকল্প আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষা সম্প্রদায়ের আস্থা অর্জন করেছে।
পাশাপাশি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৬-এ ৮০১–১০০০ ব্যান্ডে অবস্থান করে বৈশ্বিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করেছে।
IAUP-এর সেক্রেটারি জেনারেল প্রফেসর তাতসুরো তানিওকা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে IAUP Semi-Annual Meeting 2026 আয়োজন একটি ঐতিহাসিক পদক্ষেপ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং উচ্চশিক্ষায় রূপান্তরমুখী নেতৃত্ব আমাদের গভীরভাবে মুগ্ধ করেছে।
এই আয়োজন নিঃসন্দেহে বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বের সামনে নতুনভাবে উপস্থাপন করবে
ডিআইইউর প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বহু বছরের আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং বড় আয়োজন পরিচালনার সক্ষমতার স্বীকৃতি হিসেবে IAUP এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের জন্য একটি মাইলফলক।
IAUP Semi-Annual Meeting 2026 আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উচ্চশিক্ষা কূটনীতি, বৈশ্বিক সহযোগিতা, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষাবিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করছে।
এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক অঙ্গনের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সহযোগিতা, উন্নয়ন ও জ্ঞান-বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।