হোম > রাজধানী

খিলগাঁওয়ে বাসের ধাক্কায় রিয়েল এস্টেট ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহণ বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বাস জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে হেলপারকে।

শনিবার সকাল সাড়ে ১১টায় খিলগাঁও পুলিশ ফাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্বজনরা। নিহত জাকির হোসেন চৌধুরী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেলপারৈ গ্রামের কালা মিয়া চৌধুরীর ছেলে। দুনিয়া কবরস্থান রোড যাত্রাবাড়ী পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।

মৃত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, তার বাবা পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। সকালে ব্যাবসায়িক কাজে কাজে বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাড়ির সামনে রাস্তা পারাপারের দ্রুতগতির সাকুরা বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরবর্তীতে খিলগাঁও থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে জানান, এ ঘটনায় সাকুরা যাত্রীবাহী বাস জব্দ ও হেলপারকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি প্রধান

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুলের

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

মুছাব্বির হত্যায় ব্যবহৃত পিস্তলসহ আরেক শুটার গ্রেপ্তার, যা বললো ডিবি

বিভিন্ন অপরাধে জড়িত থাকায় রাজধানীতে গ্রেপ্তার ৪৬

যৌথ বাহিনীর অভিযানে ৭ দিনে সারা দেশে আটক ২৭৮

কার্গো হাউসে অগ্নিকাণ্ডে সরানো হচ্ছে রাসায়নিক গুদাম

স্কুলের অফিসকক্ষে শিশু নির্যাতন : ভিডিও ভাইরাল, থানায় মামলা

রূপায়ণের চেয়ারম্যান রাজউকের কর্মকর্তাসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

বাড়ি ভাড়া নিয়ে সমালোচনা, যা বললেন ডিএনসিসি প্রশাসক এজাজ