রাজধানীর কদমতলী মোহাম্মদবাগ ও চকবাজারে পোস্তা আর এন ডি রোড এলাকার বাসা থেকে এক যুবক ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, মোহাম্মদ ফয়সাল (২৮) ও উম্মে কায়েস রিংকি (৩১)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ । পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কদমতলীর মোহাম্মদ বাগ এলাকার একটি বাসা থেকে ফয়সাল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আক্তার হোসেন জানান, আমরা খবর পেয়ে সকাল আটটার দিকে কদমতলীর মোহাম্মদবাগ ২৫১/৩ নং বাসা নয়তলা ভবনের টয়লেটের সঙ্গে গামছা দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
অপরদিকে, চকবাজারের পোস্তা আর এন ডি রোডের একটি বাসা থেকে উম্মে কায়েস রিংকি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চকবাজার থানার উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে গতরাত দশটার দিকে আর এন ডি রোডের একটি বাসার চতুর্থ তলা ভবনের দুই নং ফ্ল্যাটের একটি রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।