হোম > রাজধানী

পুরান ঢাকায় রাস্তা-ফুটপাত দখলে জেল ও জরিমানা

ডিএমপির মোবাইল কোর্ট অভিযান

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অবৈধ দখল ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এতে অংশ নেয় র‍্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের যৌথ দল।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বসিয়ে রাস্তা দখলের অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, বাবুবাজার ব্রিজ এলাকায় লাইসেন্স ছাড়া বাহাদুর শাহ পরিবহনের একটি বাস চালানোর দায়ে চালককে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, যা সড়ক পরিবহন আইনের ৬৬ ধারার আওতায় করা হয়।

অভিযানে অবৈধ ট্রাক পার্কিংয়ের অভিযোগে দুই চালককে ৬ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাদের ৭ দিনের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান।

এছাড়াও, রাস্তার ওপর অবৈধ রিকশা ও ভ্যান গ্যারেজ বসানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান চলাকালে পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপি জানিয়েছে, নগরীর চলাচলের পথ উন্মুক্ত রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম

সাংবাদিকের মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, প্রতিবাদ করায় হামলা

ওয়ালটনের বিনিয়োগকারীরা ১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়নে ডিএনসিসি ও সেতু কর্তৃপক্ষের চুক্তি

পোস্তগোলা ব্রিজে গাড়িচাপায় নারীর মৃত্যু

সুধাসদন থেকে সরবরাহ হয়েছিল অস্ত্র-গোলাবারুদ

ওরা এখন কাকে বলবে রুটি-সস এনে দাও

ইসকন ইস্যুতে মিছিলকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা যেন এক মৃত্যুফাঁদ, কখন কীভাবে মরতে হবে কেউ জানে না

৯৭ দিনের লড়াই শেষে ঘরে ফিরলো নাভিদ