আমার দেশ-এ গত শনিবার প্রকাশিত ‘বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার চীনবিরোধী তৎপরতা’ শীর্ষক খবরে আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর স্থলে অনিচ্ছাকৃতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মুফতি মাসুম বিল্লাহর ছবি ছাপা হয়েছে।
বিষয়টি জানার পর ছবিটি তাৎক্ষণিকভাবে অনলাইন সংস্করণ থেকে সরানো হয়েছে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।