হোম > রাজধানী

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আমার দেশ অনলাইন

ভাটারায় প্রাইভেটকার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার থেকে চালক আইনজীবীকে নামিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম, নাইম কিবরিয়া (৩৫) পেশায় তিনি পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

সত্যতা নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক এসআই আরিফুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত দশটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কার চালাচ্ছিলেন নাঈম কিবরিয়া। সেখানে অজ্ঞাতনামা মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগায় মোটরসাইকেলের চালকসহ অজ্ঞাতনামা যুবকরা প্রাইভেট কার থেকে টেনে হেঁচড়ে নামিয়ে উপর্যুপরি কিল-ঘুষি মারপিট করে রাস্তায় ফেলে রেখে যান নাঈমকে।

পরে খবর পেয়ে সেখান থেকে তার খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে দিবাগত ১১টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এস আই আরো বলেন খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটির ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে ।

মৃতের খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, নাঈম কিবরিয়া পাবনা জজ কোর্টের আইনজীবী। ১০ দিন আগে পূর্বাচল আমার বাসায় আসে নাঈম ।

নাঈমের বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ছিল সেই মামলা সংক্রান্ত বিষয়ে ঢাকা সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছিলো।

গতকাল তার এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে সে বের হয়েছিল। রাতে তার নাম্বারে ফোন করলে ঐ এলাকার সিকিউরিটি গার্ডের মাধ্যমে খবর পাই তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় মারপিট করে ফেলে রেখে গিয়েছে।

মৃতের নাইম পাবনা সদর উপজেলার চক জয়েন পুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

শুক্রবার ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত

সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়া উদ্যানের পাশের লেক রোড

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতের শোকবার্তা প্রত্যাখ্যানের দাবি মঞ্চ ২৪-এর

রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

খালেদা জিয়ার মৃত্যুতে পল্লীশ্রী সংগঠনের শোক প্রকাশ

কুয়াশার আড়াল ভেঙে হাসল সূর্য

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়